নকলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দক্ষতা প্রশিক্ষণ

বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরাধীন বাংলাদেশ প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় তিনদিনব্যাপী সফট স্কিলস বিষয়ক প্রশিক্ষণ ২৮ সেপ্টেম্বর শুরু হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয় বিআরডিবি মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করেছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন প্রমুখ।

এ প্রশিক্ষণে নকলা উপজেলার কামার, কুমার, নাপিত, বাঁশবেত শিল্পের ৫০ জন প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন।