বকশীগঞ্জে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধান প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর পৌর শহরের জিনিয়া ওমর মডেল একাডেমি প্রাঙ্গণে ওই প্রশিক্ষণ হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক উবায়দুল্লাহ আল মাসুম।
সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান ড. মুহাম্মদ সোলায়মান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। এতে প্রশিক্ষক ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুুলতান মাহমুদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, আরডিএস এর জোন অফিসার এ টি এম সারওয়ার হোসেন শেরপুর ইসলামী ব্যাংকের এসপিও শামীম সিদ্দিকী, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমুখ।
প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন কেন্দ্রের আরডিএস সদস্য অংশ গ্রহণ করেন।