সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে নাদিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে।

নিহত শিশু পারিবারিক সূত্রে জানা যায়, শিশু নাদিয়া ৫ সেপ্টেম্বর দুপুরে বাড়ির উঠানে একাই খেলতে খেলতে পরিবারের অজান্তে পুকুরে পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে বিকেল তিনটার দিকে পুকুরে শিশুটি ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জিনিফার ইয়াসমীন জিনিয়া শিশুটিকে মৃত ঘোঘণা করেন।

sarkar furniture Ad
Green House Ad