সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত ৫

সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সিএনজি ও নছিমনে মুখোমুখি সংঘর্ষে গরুর ব্যাপারিসহ পাঁচজন আহত হয়েছেন। ১ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার পৌগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া স্কুল মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন গরুর ব্যাপারি হবি ফকির (৪০), আজাদ হোসেন (৩৮), আজাহার আলী (৫৫), করিম মন্ডল (৫০) ও ফারুক হোসেন (২৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাউসি বাজার গরুর হাট থেকে ছেড়ে আসা নছিমন ও তারাকান্দি গেটপাড় থেকে আসা সিএনজি রুদ্র বয়ড়া স্কুল মোড়ে পৌছালে দুই গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ লাগে। এ সময় নছিমনে থাকা চার গরুর ব্যাপারিসহ পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে হবি ফকিরের অবস্থা গুরুতর দেখা দিলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।