বকশীগঞ্জে পলিথিনমুক্ত ঘোষণার লক্ষ্যে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত

পলিথিনমুক্ত ঘোষণার লক্ষ্যে সচেতনতামূলক র‌্যালি বের করে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘পলিথিন শপিং ব্যাগ বর্জন করুন, পরিবেশ সুরক্ষা করুন’ স্লোগান নিয়ে ময়মনসিংহ বিভাগকে নিষিদ্ধ পলিথিনমুক্ত ঘোষণার লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ১ সেপ্টেম্বর দুপুর ১২টায় একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।

র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু করে পৌরসভা কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা আইসিটি কর্মকতা খায়রুল বাশার, বকশীগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন আলী, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি জি এম সাফিনুর ইসলাম মেজর, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ময়মনসিংহ বিভাগের প্রতিটি উপজেলায় নিষিদ্ধ পলিথিনমুক্ত করার লক্ষ্যে উদ্যোগ নিয়েছেন বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি। এরই প্রেক্ষিতে সকল উপজেলায় প্রচারপত্র বিলি, র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন উপজেলা প্রশাসন।