ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্যদিয়ে শুভ জন্মাষ্টমী উদযাপিত

বাংলারচিঠিডটকম ডেস্ক : যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্যদিয়ে ২৩ আগস্ট রাজধানীসহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা তাদের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করেছেন।

হিন্দু পুরান মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সে-শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল।

‘শ্রী কৃষ্ণ’ ভক্তদের বিশ্বাস, দুষ্টের দমন করতে যুগে-যুগে এভাবেই ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে ২৩ আগস্ট সকাল ৮টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ এবং বিকেলে উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এছাড়া জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে পরিচালিত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনটি উদযাপিত করে।

এদিকে জন্মাষ্টমী উপলক্ষে ২৩ আগস্ট ছিল সরকারি ছুটি। সাপ্তাহিক ছুটি থাকা সত্ত্বেও সরকার এদিন সরকারি ছুটি ঘোষণা করে।

এছাড়াও রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি দেশবাসীকেও জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন।

শুভ জন্মাষ্টমীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে আজ হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট নাগরিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলাদেশ টেলিভিশন ও বেতার এবং বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচারিত হয় জন্মাষ্টমীর বিশেষ অনুষ্ঠানমালা।

এদিকে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দু’দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৩ আগস্ট সকাল ৮ টায় দেশ ও জাতির মঙ্গল কামনা করে গীতাযজ্ঞ এবং বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে জন্মাষ্টমী’র বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এছাড়াও শুক্রবার রাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত হয় কৃষ্ণপূজা।

এবার জন্মাষ্টমী’র শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ শোভাযাত্রার উদ্বোধন করেন।

জন্মাষ্টমীর শোভাযাত্রা ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বের হয়ে পলাশীবাজার-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট-জাতীয় প্রেসক্লাব-পুরানা পল্টন-শহীদ নূর হোসেন স্কয়ার-গোলাপ শাহ মাজার-গুলিস্তান মোড়-নবাবপুর রোড-রায়সাহেব বাজার প্রদক্ষিণ করে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। শ্রী কৃষ্ণ ভক্তরা ঢাকসহ নানা বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রায় অংশ নেয়। এসময় অনেকের হাতে শ্রী কৃষ্ণের প্রতিকৃতি শোভা পাচ্ছিল।

জন্মাষ্টমী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ওইদিন বিকেল ৩টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এদিকে মহান অবতার ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মদিন ‘জন্মাষ্টমী’ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল চ্যাটারর্জী এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথ মজুমদার ও সাধারণ সম্পাদক এডভোকেট কিশোর রঞ্জন মন্ডল ২২ আগস্ট একযুক্ত বিবৃতিতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন। সূত্র : বাসস

sarkar furniture Ad
Green House Ad