জামালপুরের ধুপাকুড়িতে বিনা’র মাঠ দিবস অনুষ্ঠিত

বিনাধান-১৯ এর মাঠ পরিদর্শন করেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ধীরেশ কুমার গোস্বামী। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার ধুপাকুড়িতে বিনার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট সকালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা’র আয়োজনে ও পরিবর্তিত আবহাওয়া জাত উন্নয়ন শীর্ষক কর্মসূচির অর্থায়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ ও পরিকল্পনা বিনা ময়মনসিংহ-২ পরিচালক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ধীরেশ কুমার গোস্বামী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (মনিটরিং) শাহ্ মো. আকরামুল হক, বিনা ময়মনসিংহ-২ উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আবুল কালাম আজাদ, জামালপুর খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আমিনুল ইসলাম, জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মঞ্জুরুল কাদির, জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত ইকরাম, বিনা জামালপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উধ্বর্তন বৈজ্ঞানিক মাহবুবুর রহমান খান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিনা জামালপুর বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম আকরাম, সুনদা সরকার প্রমা, পরীক্ষণ কর্মকর্তা মো. আব্দুল বাকী, ফার্ম ব্যবস্থাপক মো. নিয়ামত তুল্লাহ, জুনিয়র পরীক্ষণ কর্মকর্তা ফেরদৌসী বেগম ও হিসাব সহকারী ফারুক আহমদ।

অনুষ্ঠানে বিনা’র উদ্ভাবন করা আউশ ধান, বিনাধান-১৯ এর সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস ও ফসল কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।