রশিদপুরে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ বিতরণ করা হয়েছে। ১৭ আগস্ট বিকেলে তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠে রশিদপুর ইউনিয়ন ছাত্রলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
রশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খন্দকার ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মো. সুরুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মো. আব্দুল হামিদ, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হযরত আলী রিপন, রশিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল¬াহ আল মামুন ঠান্ডা, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক সোহানুর রহমান লেবু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাকিল প্রমুখ। সভা সঞ্চালনা করেন রশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মাঝে গণভোজ বিতরণ করা হয়।