ইসলামপুরে আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা। ছবি : লিয়াকত হোসাইন লায়ন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর ইসলামপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনে উপজেলা আওয়ামী লীগসহ ১২ ইউনিয়নে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট সকালে দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানে শ্রদ্ধা নিদেনের মধ্যে দিয়ে দিবসটির সূচনা করা হয়।

দুপুরে জে জে কে এম গালর্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য মো ফরিদুল হক খান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামান আবু নাছের চার্লেস চৌধুরী, আব্দুর রাজ্জাক লাল মিয়া, মজিবর রহমান শাহজাহান, শাহাদত হোসেন স্বাধীন, যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখ, যুগ্মসম্পাদক মাকছুদুর রহমান আনছারী, মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম, শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক শাহ সালাউদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি নূর ইসলাম নূর, সাধারণ সম্পাদক অংকন কর্মকার, কৃষকলীগ সভাপতি তাছির উদ্দিন প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম।

সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ওলামালীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।