মুজিব বর্ষ উপলক্ষে এক বছরের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের

মুজিব বর্ষ উদযাপনের লক্ষ্যে বছরব্যাপী কর্মসূচির ঘোষণা দেন ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও মুজিব বর্ষ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচিগুলো পালনের জন্য ২০২০ সালের জন্য এক বছরের কর্মসূচি ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। ৪ আগস্ট ইউএনও’র কার্যালয়ে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা ও সাংবাদিকদের ব্রিফিং দেন তিনি।

এ সময় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সাকা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভূইয়াসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মুজিব বর্ষ উদযাপনে সকলের সহযোগিতা কামনা করে বাংলাদেশকে সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিণত করার সংগ্রামে অংশ নেওয়ার জন্য সাংবাদিকদের পাশে চান ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।