সরিষাবাড়ীতে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন

বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আরামনগর কামিল মাদরাসায় ৩ আগস্ট বিকেলে মরহুম অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান।

পরে মাদরাসার মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ উপলক্ষে আলোচনা সভায় ও দোয়া মাহফিলে অংশ নেন প্রতিমন্ত্রী ।

আলোচনা সভায় আরামনগর কামিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুজাহিদুল হক সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান বক্তব্য রাখেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা নুরন্নবী খন্দকার, আরামনগর কামিল মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল মান্নান মানু প্রমুখ।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল ওয়াহাব।