বকশীগঞ্জে ত্রাণ বিতরণ করলেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রফিক ফাউন্ডেশন ও জেনারেল ফার্মাসিউটিক্যাল এর যৌথ উদ্যোগে ৩ আগস্ট বিকেলে মেরুরচর ইউনিয়নের পুরান টুপকারচর দাখিল মাদরাসায় ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার ডিডিএলজি আলতাব হোসেন, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, রফিক ফাউন্ডেশনের সভাপতি চিকিৎসক এম আর করিম, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, ইমামবাগ দরবার শরীফের গদিনশীন ক্বারী মো. ইদ্রিস আলী, ইসলামী ব্যাংক কর্মকর্তা আনোয়ার হোসেন ফুয়াদ, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, ইউনিয়ন আওয়ামী লেিগর সাধারণ সম্পাদক ইলিয়াছ আলীসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।

মেরুরচর ইউনিয়নের এক হাজার ৩০০ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। পরে একই মাঠে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।