পোগলদিঘায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পানিতে ডুবে ইমন মিয়া নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ১ আগস্ট সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় কৃষক মো. রুবেল মিয়ার ছেলে।

স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পূর্বপাড়া গ্রামের কৃষক রুবেল মিয়া ১ আগস্ট সকাল ১০টার দিকে বাড়ির পাশেই ডোবায় গরু গোসল করাতে নামেন। তার ছেলে ইমনও সেখানে ডোবার পাড়ে খেলছিল। এক পর্যায়ে বাবার অগোচরে ডোবার পানিতে পড়ে নিখোঁজ হয় ইমন। কিছুক্ষণ পর ইমন ভেসে উঠে। রুবেল মিয়া তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য মো. মিজানুর রহমান পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলারচিঠিডটকমকে বলেন, শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে তাকে দাফন করা হয়েছে। শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

sarkar furniture Ad
Green House Ad