বকশীগঞ্জে বন্যা কবলিত এলাকায় রেডীর ত্রাণ বিতরণ

বকশীগঞ্জে বন্যা কবলিত এলাকায় রেডীর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রুরাল এনার্জী এবং ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (রেডী) এর উদ্যোগে ২৯ জুলাই বিকেল সাড়ে ৫টায় সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবার্তী সেসিপ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুমুদুল আলম বাবুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহবুব খান, রেডী এর এলাকা ব্যবস্থাপক মো. আইনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মানিক মিয়া প্রমুখ।

সাধুরপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যার্তদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করা হয়।