মেলান্দহে দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

মো. মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩০ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মালঞ্চ গোবিন্দগঞ্জ বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মেলান্দহ পৌর এলাকার চাকদহ চরপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে মেহরাব হোসেন খোকন (৩০), শামসুল হকের ছেলে সবুজ (৩২) ও হায়দার আলীর ছেলে লিটন (২৮)।

মেলান্দহ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুল মজিদ বাংলারচিঠিডটকমকে জানান, গ্রেপ্তারকৃতরা চিনিতোলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে আল আমিন (৩৫) এর সাথে আর্থিক লেনদেন ছাড়াও অভ্যন্তরীণ কোন্দল চলছিল। এই ক্ষোভে আল আমিনকে হত্যার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হয়। তারা গোবিন্দগঞ্জ বাজারে পৌঁছলে আরেকটি গাড়িকে ধাক্কা দেয়। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ থেকে রাম দা-চাইনিজ কুড়াল ছিটকে পড়ে। উপস্থিত জনতার ডাকচিৎকার দিলে টহল পুলিশ এগিয়ে এসে তাদেরকে গ্রেপ্তার করে।

বেলা ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এই ঘটনায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, আল আমিন কিছুদিন আগে মাহমুদপুর ইউনিয়নের আদবাড়িয়া গ্রামের বাহরাইন প্রবাসী শহিদুর রহমানের ৭/৮ বছরের ছেলেসহ স্ত্রী রুনা বেগমকে নিয়ে উধাও হয়। ছেলেকে ফিরিয়ে দিতে ৬ লাখ টাকা মুক্তিপণও দাবি করেছে। এ ঘটনায় জামালপুর আদালতে অপহরণ মামলা দায়ের হয়েছে। মামলাটি পিবিআই তদন্ত করছে।

এ ছাড়াও অভিযুক্ত আল আমিন একাধিক প্রবাসীর স্ত্রীর সাথে পরকিয়া জড়িয়ে সংসার ভেঙ্গেছে। এ ব্যাপারে আল আমিনের বাবা গোলাম মোস্তফা বলেন, ছেলের কর্মকান্ডে আমি নাখোশ। অনেক আগেই তাকে কোর্টের মাধ্যমে ত্যাজ্য করেছি। তার সাথে আমাদের সম্পর্ক নেই।

sarkar furniture Ad
Green House Ad