জামালপুরে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

অ্যাডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ে গাছের চারা রোপণ করেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার বনজ ও ফলজ গাছের চারা রোপণ করবেন। ১৩ জুলাই সকালে সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর দিঘুলী গ্রামে অ্যাডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম, অ্যাডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস আলী আকন্দ, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম মোহসিনুজ্জামান ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, দিগপাইত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম মাহবুবুর রহমান মহব্বত, জামালপুর পৌরসভার লাঙ্গলজোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম ও রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানসহ অ্যাডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।