ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে জীবন বদলে ফেলার ওপর জোর দিলেন প্রধান উপদেষ্টা স্থানীয়ভাবে গুজব ও অপতথ্য মোকাবিলায় জেলা তথ্য অফিসসমূহকে কাজ করতে হবে : তথ্য উপদেষ্টা ভবিষ্যতে বিতর্কিত কোনো ব্যক্তিকে প্রধান বিচারপতি হিসেবে দেখতে চায় না বিএনপি: সালাহউদ্দিন আহমেদ ইন্টারনেট সেবার দাম কমানোর ঘোষণা সামিটের ইথিওপিয়ার সাড়ে ৬ লাখ নারী ও শিশুর খাদ্য সহায়তা বন্ধ ডব্লিউএফপি’র পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৩ উবারের বিরুদ্ধে বিভ্রান্তিকর সাবস্ক্রিপশন কৌশলের অভিযোগে যুক্তরাষ্ট্রে মামলা বৃষ্টি বিঘ্নিত দিনে শান্তর হাফ-সেঞ্চুরিতে ১১২ রানে এগিয়ে বাংলাদেশ কোপা ডেল রে’র ফাইনালে ফেরার লক্ষ্য এমবাপ্পের : আনচেলত্তি সরিষাবাড়ীতে যুবদলনেতা ও তার বাবাকে পিটিয়ে আহত

যুবলীগের কোনো নেতার হাতে রামদা ও মাদক দেখতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী

বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান বলেছেন, যুবলীগের কোনো নেতার হাতে রামদা মাদক দেখতে চাই না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে যুবলীগকে। কোনো দুর্নীতির সাথে আপস করা যাবে না। নয় ছয় লুটপাট করতে দেওয়া যাবেনা। মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে যুবলীগকে।

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নবগঠিত যুবলীগের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ৬ জুলাই সন্ধায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগ এ পরিচিতি সভার আয়োজন করে। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনির পরিচালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম।

প্রতিমন্ত্রী আরো বলেন, জয় বাংলার নাম নিয়ে কোনো নেতাকর্মী মাদকের ব্যবসার সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপর্কের সাথে জড়িত থাকলে তার দায় যুবলীগ নিবে না। যুবলীগের প্রতিটি নেতাকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করতে হবে। সরিষাবাড়ীতে কোনো জঙ্গি, জামাত-বিএনপি যাতে মাথা চারা দিয়ে উঠতে না পারে সেই দিকে যুবলীগকে সজাগ থাকতে হবে। যুবলীগ আমার দূরদিনের বন্ধু। সকল উন্নয়ন কাজ যুবলীগকে সাথে নিয়ে করবো আমি। জাতির জনকের জন্মশতবার্ষিকী সামনে। আমরা সবাই মিলে যেন পালন করতে পারি সে দিকে সজাগ থাকতে হবে।

সাম্প্রতিক ডোয়াইল ইউনিয়নের যুবলীগের আহবায়ক কামাল হোসেন রামদা উচিয়ে জমি দখল করার নিউজ গণমাধ্যমে প্রকাশ হয়। সেই বিষয়টিও তুলে ধরেন প্রতিমন্ত্রী। কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো না সেই প্রশ্নও রাখেন তিনি। আজকের পর থেকে কোনো যুবলীগের নেতা ঐসব অপর্কম করলে তার দায় ভার তাকেই নিতে হবে বলে প্রতিমন্ত্রী ঘোষণা করেন।আগামী ১৬ জুলাই জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইনজীবী মতিউর রহমানের মৃত্যুবার্ষিকী সফলভাবে পালন করতে সবার সহযোগিতা প্রত্যাশা করে তিনি তার বক্তব্য শেষ করেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান শাহাজাদা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ গনি, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন, জেলা যুবলীগের সহসভাপতি রিপন মিয়া, উপজেলার সাবেক যুবলীগের সভাপতি মন্টুলাল তেওয়ারী, এডভোকেট মতিউর রহমান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল হক গুদু প্রমুখ।

উল্লেখ যে ২০১৯ সালের ২৩ এপ্রিল জেলা যুবলীগ সরিষাবাড়ী উপজেলা যুবলীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয়।

আপলোডকারীর তথ্য

ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে জীবন বদলে ফেলার ওপর জোর দিলেন প্রধান উপদেষ্টা

যুবলীগের কোনো নেতার হাতে রামদা ও মাদক দেখতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ১১:২৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯
বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান বলেছেন, যুবলীগের কোনো নেতার হাতে রামদা মাদক দেখতে চাই না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে যুবলীগকে। কোনো দুর্নীতির সাথে আপস করা যাবে না। নয় ছয় লুটপাট করতে দেওয়া যাবেনা। মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে যুবলীগকে।

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নবগঠিত যুবলীগের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ৬ জুলাই সন্ধায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগ এ পরিচিতি সভার আয়োজন করে। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনির পরিচালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম।

প্রতিমন্ত্রী আরো বলেন, জয় বাংলার নাম নিয়ে কোনো নেতাকর্মী মাদকের ব্যবসার সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপর্কের সাথে জড়িত থাকলে তার দায় যুবলীগ নিবে না। যুবলীগের প্রতিটি নেতাকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করতে হবে। সরিষাবাড়ীতে কোনো জঙ্গি, জামাত-বিএনপি যাতে মাথা চারা দিয়ে উঠতে না পারে সেই দিকে যুবলীগকে সজাগ থাকতে হবে। যুবলীগ আমার দূরদিনের বন্ধু। সকল উন্নয়ন কাজ যুবলীগকে সাথে নিয়ে করবো আমি। জাতির জনকের জন্মশতবার্ষিকী সামনে। আমরা সবাই মিলে যেন পালন করতে পারি সে দিকে সজাগ থাকতে হবে।

সাম্প্রতিক ডোয়াইল ইউনিয়নের যুবলীগের আহবায়ক কামাল হোসেন রামদা উচিয়ে জমি দখল করার নিউজ গণমাধ্যমে প্রকাশ হয়। সেই বিষয়টিও তুলে ধরেন প্রতিমন্ত্রী। কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো না সেই প্রশ্নও রাখেন তিনি। আজকের পর থেকে কোনো যুবলীগের নেতা ঐসব অপর্কম করলে তার দায় ভার তাকেই নিতে হবে বলে প্রতিমন্ত্রী ঘোষণা করেন।আগামী ১৬ জুলাই জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইনজীবী মতিউর রহমানের মৃত্যুবার্ষিকী সফলভাবে পালন করতে সবার সহযোগিতা প্রত্যাশা করে তিনি তার বক্তব্য শেষ করেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান শাহাজাদা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ গনি, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন, জেলা যুবলীগের সহসভাপতি রিপন মিয়া, উপজেলার সাবেক যুবলীগের সভাপতি মন্টুলাল তেওয়ারী, এডভোকেট মতিউর রহমান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল হক গুদু প্রমুখ।

উল্লেখ যে ২০১৯ সালের ২৩ এপ্রিল জেলা যুবলীগ সরিষাবাড়ী উপজেলা যুবলীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয়।