বকশীগঞ্জে দুই শিশু সন্তানের সামনেই এক মা ধর্ষণের শিকার

ছবিটি প্রতীকি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দুই শিশু সন্তানকে ধারালো ছুরি উঁচিয়ে ভয় দেখিয়ে তাদের সামনেই মাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ২৭ জুন ভোরে বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়া সীমারপাড় গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। ২৯ জুন দুপুরে ধর্ষণের শিকার ওই নারী প্রতিবেশী মো. জামানের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার চরকাউরিয়া সীমারপাড় গ্রামের হতদরিদ্র এক রিকশাচালকের স্ত্রী (২৫) তার দুই শিশু সন্তান নিয়ে স্থানীয় মিস্টার আলীর বাড়িতে বসবাস করেন। ওই নারীর স্বামী ঢাকায় রিকশা চালান। স্বামী বাড়িতে না থাকার সুযোগে ২৭ জুন ভোর ৪টার দিকে একই গ্রামের মো. জামান (২৫) নামের এক যুবক ওই নারীর ঘরে যান। তিনি ওই নারীর দুই শিশু সন্তানকে ধারালো ছুরি উঁচিয়ে ভয় দেখিয়ে আটকে রাখেন। পরে দুই শিশুর সামনেই জামান ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় ওই নারীর চিৎকারে বাড়ির মালিক মিষ্টার আলী এগিয়ে গেলে ধর্ষণকারী জামান দ্রুত পালিয়ে যান।

এদিকে ঘটনার দু’দিন পর ২৯ জুন দুপুরে ধর্ষণের শিকার ওই নারী তাকে ধর্ষণের অভিযোগে ধর্ষণকারী জামানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ৩০ জুন সকালে জামালপুর সদর হাসপাতালে পাঠানো হবে থানার ওসি জানিয়েছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম বাংলারচিঠিডটকমকে বলেন, ‘ধর্ষণের শিকার ওই নারীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটির একমাত্র আসামি জামানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে ৩০ জুন সকালে জামালপুর সদর হাসপাতালে পাঠানো হবে।’

sarkar furniture Ad
Green House Ad