নকলায় পুলিশের সাঁড়াশি অভিযান

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
শেরপুরের নকলা উপজেলায় সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। ২৯ জুন দুপুর থেকে রাত পর্যন্ত পৌর শহরের গড়েরগাও মোড়, সরকারি হাজী জালমামুদ কলেজ রোড ও বাজারদী গোরস্থান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব ভৌমিক অভিযানের নেতৃত্ব দিয়েছেন। এসময় তার সাথে ছিলেন নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফ হোসেন, আবু বক্কার, ইউনুছ আলী, তোফায়েল ইসলাম, টিএসআই নজরুল ইসলাম ও পুলিশ লাইনের সদস্যরা।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজিব রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, জঙ্গি, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে এই সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। এটি নিয়মিত অভিযানের একটি অংশ।