নিম্নমানের গুঁড়া দুধে শুল্ক বৃদ্ধির দাবিতে জামালপুরে দুগ্ধ খামারিদের মানববন্ধন

আমদানী করা নিম্নমানের গুঁড়া দুধের ওপর শুল্ক বৃদ্ধিসহ দশ দফা দাবিতে জামালপুরে মানববন্ধন করে দুগ্ধ খামারিরা। ছবি : বাংলারচিঠিডটকম

মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
বাংলারচিঠিডটকম

২০১৯-২০ অর্থবছরের বাজেটে আমদানী করা নিম্নমানের গুঁড়া দুধের ওপর শুল্ক বৃদ্ধি, অ্যান্টি ডাম্পিং ট্যাক্স আরোপ, পশু খাদ্যের দাম কমানো, খামারের বিদ্যুৎ বিল কৃষিভিত্তিক করা ও কম সুদে কৃষিভিত্তিক ঋণসহ দশ দফা দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে দুগ্ধ খামারিরা। বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখা ২২ জুন সকালে শহরের দয়াময়ী মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সামছুল হক, জামালপুর জেলা শাখার সভাপতি আব্দুল হামিদ ও সদর শাখার সভাপতি জাহাঙ্গীর আলম।

এ সময় বক্তারা বলেন, সরকার তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে মেনে না নিলে তাদের খামার বন্ধ করে দেওয়া ছাড়া কোনো পথ খোলা থাকবে না।

sarkar furniture Ad
Green House Ad