ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সংস্কার চায় না, জল ঘোলা করতেই এমন অভিযোগ : আমীর খসরু প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের সাক্ষাৎ অপপ্রচারের প্রতিবাদে মাদারগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন বিএফডিসির সক্ষমতা বৃদ্ধিতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে: মাহফুজ আলম পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা দোহা থেকে সরাসরি রোমে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের তৎপরতায় রোহিঙ্গা সংকট বৈশ্বিক আলোচনায় ফিরেছে : প্রেস সচিব ইস্তাম্বুলের উপকূলে শক্তিশালী ভূমিকম্পের আঘাত কাশ্মীরে হামলায় জড়িত ৩ সন্দেহভাজনের ছবি প্রকাশ ইরানের আছে ‘অতি গোপনীয়’ এআই সক্ষমতাসম্পন্ন অস্ত্র : ইরানি জেনারেল সাত বছর পর জিম্বাবুয়ের কাছে টেস্ট হারল বাংলাদেশ

প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়া : বকশীগঞ্জে ন্যাশনাল সার্ভিসকর্মীদের চাকরি জাতীয়করণের দাবি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

১৩ জুন জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। এবার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেট ঘোষণার পর জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকেই বলছেন ভাল বাজেট, অনেকেই এই বাজেটে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেছেন।

বাজেটে আগামী ২০৩০ সালের মধ্যে ৩ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর আশার আলো দেখতে শুরু করেছেন বকশীগঞ্জে কর্মরত ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ১ হাজার ৭০০ যুবক-যুবতী।

তারা প্রধানমন্ত্রীর দেওয়া বাজেটকে স্বাগত জানিয়েছেন। এই বাজেটের আলোকে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সকল সদস্যদের চাকরি স্থায়ী করাসহ জাতীয়করণের দাবি জানান ন্যাশনাল সার্ভিসের কর্মীরা।

উপজেলা যুব উন্নয়ন দপ্তরের আওতাধীন ন্যাশনাল সার্ভিসের এই সব কর্মীরা তাদের চাকরি স্থায়ীকরণের মাধ্যমে বাজেট বাস্তবায়নের দাবি জানান।

বকশীগঞ্জ উপজেলায় কর্মরত ন্যাশনাল সার্ভিসের কর্মী আনিছুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, দুই বছরের জন্য আমাদের নিয়োগ দেওয়া হলেও আমাদের ইচ্ছার প্রতিফলন হচ্ছে না তাই এই কর্মসূচির মেয়াদ বৃদ্ধি করা ও চাকরি জাতীয়করণ করা হলে দেশে বেকারের সংখ্যা অনেকাংশে কমে যাবে।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা ন্যাশনাল সার্ভিস উন্নয়ন ঐক্য পরিষদের সভাপতি হাসানুজ্জামান সজিব  বাংলারচিঠিডটকমকে বলেন, আমরা প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। যেহেতেু ২০৩০ সালের মধ্যে কর্মসংস্থানের পরিধি বাড়ানো হবে সেহেতু আমরা যারা ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে কাজ করছি তাই আমাদের জাতীয়করণ করার জোর দাবি জানাচ্ছি। তিনি এ বিষয়ে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ যে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব অধিদপ্তরের অর্থায়নে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় স্থানীয় বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু করা হয়। এই কর্মসূচির আওতায় কর্মীরা দুই বছর পর্যন্ত প্রতি মাসে ৬ হাজার টাকা করে ভাতা পাবেন। ইতোমধ্যে এই কর্মসূচির কর্মীদের চাকরি স্থায়ী করা সহ বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছে ন্যাশনাল সার্ভিস কর্মীরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সংস্কার চায় না, জল ঘোলা করতেই এমন অভিযোগ : আমীর খসরু

প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়া : বকশীগঞ্জে ন্যাশনাল সার্ভিসকর্মীদের চাকরি জাতীয়করণের দাবি

আপডেট সময় ০৯:১৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০১৯

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

১৩ জুন জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। এবার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেট ঘোষণার পর জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকেই বলছেন ভাল বাজেট, অনেকেই এই বাজেটে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেছেন।

বাজেটে আগামী ২০৩০ সালের মধ্যে ৩ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর আশার আলো দেখতে শুরু করেছেন বকশীগঞ্জে কর্মরত ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ১ হাজার ৭০০ যুবক-যুবতী।

তারা প্রধানমন্ত্রীর দেওয়া বাজেটকে স্বাগত জানিয়েছেন। এই বাজেটের আলোকে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সকল সদস্যদের চাকরি স্থায়ী করাসহ জাতীয়করণের দাবি জানান ন্যাশনাল সার্ভিসের কর্মীরা।

উপজেলা যুব উন্নয়ন দপ্তরের আওতাধীন ন্যাশনাল সার্ভিসের এই সব কর্মীরা তাদের চাকরি স্থায়ীকরণের মাধ্যমে বাজেট বাস্তবায়নের দাবি জানান।

বকশীগঞ্জ উপজেলায় কর্মরত ন্যাশনাল সার্ভিসের কর্মী আনিছুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, দুই বছরের জন্য আমাদের নিয়োগ দেওয়া হলেও আমাদের ইচ্ছার প্রতিফলন হচ্ছে না তাই এই কর্মসূচির মেয়াদ বৃদ্ধি করা ও চাকরি জাতীয়করণ করা হলে দেশে বেকারের সংখ্যা অনেকাংশে কমে যাবে।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা ন্যাশনাল সার্ভিস উন্নয়ন ঐক্য পরিষদের সভাপতি হাসানুজ্জামান সজিব  বাংলারচিঠিডটকমকে বলেন, আমরা প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। যেহেতেু ২০৩০ সালের মধ্যে কর্মসংস্থানের পরিধি বাড়ানো হবে সেহেতু আমরা যারা ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে কাজ করছি তাই আমাদের জাতীয়করণ করার জোর দাবি জানাচ্ছি। তিনি এ বিষয়ে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ যে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব অধিদপ্তরের অর্থায়নে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় স্থানীয় বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু করা হয়। এই কর্মসূচির আওতায় কর্মীরা দুই বছর পর্যন্ত প্রতি মাসে ৬ হাজার টাকা করে ভাতা পাবেন। ইতোমধ্যে এই কর্মসূচির কর্মীদের চাকরি স্থায়ী করা সহ বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছে ন্যাশনাল সার্ভিস কর্মীরা।