(নিহত সাংবাদিক ফাগুন রেজা এবং মোস্তফা মনজু’র ওপর হামলার প্রতিবাদে)
অশুভ আঁধারে ঢেকেছে আকাশ
আমরাতো ভালো নেই
হায়েনার দল একজোট আজ
স্বাধীনতা হারাবেই।
এখন এখানে সন্ধা আসে
শঙ্কা নিয়ে জীবনের
হন্তারকের নিষ্ঠুরাঘাতে
প্রাণ ঝরে কতো ফাগুনের।
এখন এখানে মধ্যরাতে
গণতন্ত্র গিলে খায়
বারো ভুতেরা দখল নিয়েছে
আকাশ জমিন সবটায়।
এখন এখানে পেরেকবিদ্ধ
কাঁদছে কতো যে শিশু
রুনুদের হাতে মার খেয়ে আজ
নির্বাক হয়েছে যিশু।
যানদানবের বেপোরোয়া স্রোতে
অকালে জীবন নাশে
এসব দেখে মন্ত্রি বাহাদুর
দাঁত কেলিয়ে হাসে।
এখানে যতো আছে খাল বিল
সরকারি সম্পদ
রাক্ষস দল অবাধে গিলছে
বৃক্ষ নদী ও নদ।
ধর্ষণ এখানে জনপ্রিয় খেলা
বাঁধভাঙ্গা স্রোতের মতো
মাদক জুয়ার মেলা বসে হেথায়
ঘুষ চলে অবিরত।
মরবে কতো আর ফাগুন লেবুরা
মার খাবে মনজু’রা
বিচারের বাণী কাঁদবে কতোকাল
বলবে কী বন্ধুরা?
বঙ্গবন্ধু শোনাও আবার
একাত্তুরের ভাষণ
পাক প্রেতাত্মা দালালমুক্ত
থাকবে না দুঃশাসন।