নকলায় দুই সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা সেমাই ধ্বংস করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় লাচ্ছা-সেমাই তৈরির কারখানাকে ৫ হাজার টাকা জরিমানাসহ প্রায় ৩৩০ কেজি ভেজাল লাচ্ছা সেমাই ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। ১ জুন দুপুরে জব্দ করার পর ধ্বংস করা হয়। নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম তাহমিনা তারিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাহী হাকিম তাহমিনা তারিন ১ জুন দুপুরে শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে সাথে নিয়ে উপজেলার কায়দা এলাকার পারইবাড়ি নামক স্থানে আলমের লাচ্ছা সেমাই কারখানায় অভিযান চালান। এ সময় আলমের সেমাই কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ৩০০ কেজি লাচ্ছা সেমাই ধ্বংস এবং পাশের আব্দুল জলিলের সেমাই কারখানায় ৩০ কেজি সেমাই ধ্বংসসহ ৫ হাজার টাকা জরিামানা করা হয়।

নির্বাহী হাকিম তাহমিনা তারিন ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।