জামালপুরে রূপান্তরের গণিত উৎসব

রূপান্তর বাংলাদেশের শিক্ষাবৃত্তি ও গণিত উৎসবে বক্তব্য রাখেন মুখ্য বিচারিক হাকিম মো. রফিকুল ইসলাম। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

‘উদয়ের পথে রাঙ্গাবো অন্তর’ এই শ্লোগান সামনে রেখে প্রতিবারের মতো এবারো জামালপুর ও শেরপুর জেলার অন্যতম শিক্ষা, সাহিত্য ও সংষ্কৃতি বিষয়ক সংগঠন রূপান্তর বাংলাদেশ ২৯ মার্চ আয়োজন করে শিক্ষাবৃত্তি ও গণিত উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য বিচারিক হাকিম মো. রফিকুল ইসলাম।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তি ও গণিত উৎসব উপলক্ষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিকপাইত শামছুল হক মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মোহাম্মদ বাকী বিল্লাহ, বাংলারচিঠি ডটকমের সম্পাদক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রূপান্তর বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক সাজ্জাদ আহম্মেদ।

রূপান্তর বাংলাদেশের শিক্ষাবৃত্তি ও গণিত উৎসবে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি ও গণিত উৎসবে অংশ নেয়া ১১১ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

পরে রূপান্তরের শিল্পী ও অতিথি শিল্পীদের মাধ্যমে সঙ্গীত পরিবেশন এবং সংগঠনের শিশু শিল্পীরা মনোজ্ঞ নৃত্য ও নাটিকা উপস্থাপন করে দর্শক শ্রোতাদের হৃদয় স্পর্শ করতে সক্ষম হয়।