ইসলামপুরে তাঁতীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

তাঁতীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

‘কর্ম সেবা প্রগতি, তাঁতীলীগের মূলনীতি’ এ প্রতিপাদ্য সারাদেশের ন্যায় জামালপুরের ইসলামপুর উপজেলায় বাংলাদেশ তাঁতীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। উপজেলা তাঁতীলীগের আয়োজনে ১৯ মার্চ সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

উপজেলা তাঁতালীগের সভাপতি হাফিজ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আইনজীবী জামাল আব্দুন নাসের বাবুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, প্যানেল মেয়র ইসলামপুর পৌর সভার অংকন কর্মকার, উপজেলা কৃষকলীগের সভাপতি তসির উদ্দিন, মহিলা আওয়ামী লীগের সভাপতি তানিয়া আফরোজি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল হিরু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা তাঁতীলীগের জ্যেষ্ঠ সহসভাপতি জাহিদ হাসান, উপজেলা যুব মহিলা লীগের যুগ্মআহবায়ক জুথি আক্তার, পৌর তাঁতীলীগের আহবায়ক আব্দুল সরকার, চরপুটিমারী ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক মফিজুল সরদার, পলবান্ধা ইউনিয়ন তাঁতীলীগের বেলাল হোসেন, চিনাডুলী ইউনিয়ন তাঁতীলীগের যুগ্মআহবায়ক শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খান কুট্টু।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।