মেলান্দহে জেলা তথ্য অফিসের সংবাদ সম্মেলন

বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহামুদ। ছবি : বাংলারচিঠি ডটকম

মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
বাংলারচিঠি ডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়ায় সরকারের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী-সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস ও কেজিএস মহর সোবাহান মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ১৮ মার্চ বেলা ১১টায় বিদ্যালয়টির মাঠে এ সংবাদ সম্মেলন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসএমসি’র সভাপতি আব্দুল হাকিম আকন্দের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুন্নবী, ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান, শেখ কামাল কলেজের অধ্যক্ষ সফিউল আলম স্বপন, প্রভাষক ইসরাত জাহান ইতি, কেজিএস মহর সোবাহান মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক-কথা সাহিত্যিক এস এম জুলফিকার আলী লেবু, ঘোষেরপাড়া আওয়ামী লীগের সভাপতি ছামিউল ইসলাম, সাধারণ সম্পাদক আলতাব হোসেন ও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় মাদক ও বাল্যবিয়ের কুফল ও সচেতনতা সম্পর্কে অবহিত করা হয়।