আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে মানববন্ধন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এই প্রতিপাদ্যে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৬ মার্চ সকালে সরিষাবাড়ী পৌরসভার সামনে প্রধান সড়কে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির আস্থা প্রকল্পের সহযোগিতায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠি ডটকম

এ সময় অন্যানের মধ্যে সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন, সরিষাবাড়ী সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) জোয়াহের হোসেন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, আস্থা প্রকল্প, স্বাবলম্বী উন্নয়ন সমিতির সরিষাবাড়ী শাখার সোশাল মোবিলাইজেশন কর্মকর্তা মোস্তাহিন বিল্লাহ, সরিষাবাড়ী ফেইস কর্মকর্তা তাসনীয়া আক্তার রুমী, সরিষাবাড়ী মহিলা অধিদপ্তরের বিউটিশিয়ান প্রশিক্ষক তানিয়া আক্তারসহ বিভিন্ন এনজিও’র নারী সদস্যবৃন্দ, সামাজিক নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।