জামালপুরে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপিত

পুলিশ মেমোরিয়ার ডে’র আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কবীর। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর জেলা পুলিশ লাইন্সে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে। ১ মার্চ সকালে এ উপলক্ষে পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা পুলিশের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জঙ্গিবাদ দমনসহ মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। মুক্তিযুদ্ধে রয়েছে পুলিশের গৌরবোজ্জল ভূমিকা। সবক্ষেত্রে দেশ আজ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় পুলিশের ভূমিকা অব্যাহত থাকবে আশাবাদ ব্যক্ত করে জেলা প্রশাসক বলেন, দায়িত্ব পালনের সময় যেসব বীর পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন তাদের পরিবারকে সর্বোচ্চ সরকারি সুবিধা দেয়ার চেষ্টা থাকবে আমাদের।

পুলিশ মেমোরিয়ার ডে’র আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন। ছবি : বাংলারচিঠি ডটকম

অনুষ্ঠানের সভাপতি পুলিশ সুপার দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) বলেন, আমাদের যেসব সহকর্মী কর্তব্য পালন করতে গিয়ে জীবন দিয়েছেন তাদের পরিবারের পাশে পুলিশ সব সময় আছে। তারা পুলিশ পরিবারেরই সদস্য। তাদের রেশন প্রাপ্তির বিষয়ে সরকার বিবেচনা করছে। এ ছাড়া জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের যেকোন প্রয়োজনে আমার সাধ্যমতো সবকিছু করবো।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত অধিনায়ক সুজায়াত আলী মিয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল জাফু, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান, দায়িত্ব পালনের সময় জীবন উৎসর্গকারী কনস্টেবল মনিষা পারভীনের বাবা মোখলেছুর রহমান ও কনস্টেবল কামরুল ইসলামের স্ত্রী শাপলা খাতুন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবার এবং পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ১৩ পুলিশ সদস্যের পরিবার ছাড়াও জেলা পুলিশের বিভিন্নস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।