সরিষাবাড়ীতে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সরিষাবাড়ীতে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা শাখার উদ্যোগে ১২ ফেব্রুয়ারি সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে যমুনা সার কারখানা এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে ট্রাক মালিক সমিতির মিলনায়তনে সংস্থার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দৈনিক জনবাংলা পত্রিকার সম্পাদক ছানোয়ার হোসেন বাদশা। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহব্বত কবির, জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোত্তালেব, আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন, কবি ও প্রাবন্ধিক জাকারিয়া জাহাঙ্গীর, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানে সংস্থার কর্মকতা, সদস্য, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

sarkar furniture Ad
Green House Ad