জামালপুরে র্যাবের অভিযানে এক মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম
জামালপুর সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার মাদক কারবারির নাম মো. আব্দুল মালেক ভূইয়া (৪৫)। তিনি গোপীনাথপুর গ্রামের মৃত আব্দুল খালেক মুসুল্লীর ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সোয়া ছয়টার দিকে জামালপুর সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের মো. খোরশেদ আলী মুসুল্লীর বসত বাড়ির উত্তর পাশে গলির রাস্তা থেকে মাদক কারবারি মো. আব্দুল মালেক ভূইয়াকে গ্রেপ্তার করা হয়। তার দেহ তল্লাশী করে পলিথিনে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়। তবে গাঁজার পরিমাণ জানা যায় নি।

গ্রেপ্তার ওই মাদক কারবারির বিরুদ্ধে র্যাব বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মাদক মামলা দায়ের করেছে।