ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুর পৌরসভার রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. মহসিন আলীর সভাপতিত্বে ক্রীড়ানুষ্ঠান উদ্বোধনের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ ও ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ এস এম হারুনুর রশিদ প্রমুখ।

ক্রীড়ানুষ্ঠানে ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আলহাজ মুহাম্মদ ইসমাইল হোসেন, বিদ্যালয়টির অভিভাবক সদস্য মো. রবিউল আওয়াল, মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ আলী, মো. শহীদুল ইসলাম, মহিলা অভিভাবক সদস্য মোর্শেদা বেগম, বিচারক মন্ডলীর সদস্য আব্দুল হালিম, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ২০১৯ সালের ক্রীড়া পরিচালনা মন্ডলীর সদস্যবৃন্দ, বিচারক মন্ডলীর সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক মো. জাকির হোসেন ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ।