মৌলভীর চর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মৌলভীর চর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীর চর উচ্চ বিদ্যালয়ে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে মৌলভীর চর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চর আমখাওয়া ইউনিয়ন শ্রমিকলীগের সহ সভাপতি জামাত আলী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চর আমখাওয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম আকন্দ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম, শ্রমিকলীগের সহসভাপতি জামাত আলী, মৌলভীর চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জালাল উদ্দিন, সহকারী শিক্ষক আব্দুল মতিন, মৌলভীর চর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ সোহেল রানা, সাবেক মেম্বার মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে দেশের কল্যাণ ও এসএসসি পরীক্ষর্থীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মৌলভীর চর উচ্চ বিদ্যালয়ের সহকারী মাওলানা শিক্ষক রেজাউল করিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন মৌলভীর চর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াজেদ আলী সরকার।

প্রধান শিক্ষক শাহ জালাল উদ্দিন জানান, মৌলভীর চর উচ্চ বিদ্যালয় থেকে ১২৬ জন পরীক্ষার্থী চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেবে।

অপরদিকে সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বিদ্যালয়রের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শেখ গোলাম মোস্তফা, মজিবুর রহমান (অব: নৌ), সাংবাদিক আব্দুস সালাম সিকদার প্রমুখ।

দেশের মঙ্গল এবং পরীক্ষার্থী ছাত্রীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন জৌনপুরী হানাফি হাশেমী মো. জিয়াউল ইসলাম। পরিচালনা করেন সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান।

সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন জানান, চলতি এসএসসি পরীক্ষায় তার বিদ্যালয় থেকে ৩৯ জন ছাত্রী অংশ নেবে।