মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের কর্মীসভা

কর্মীসভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মির্জা আজম। ছবি : বাংলারচিঠি ডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি বিকেলে মেলান্দহ উপজেলার মির্জা আজম অডিটোরিয়ামে এ কর্মীসভার আয়োজন করা হয়।

কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আজম।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান চাঁন, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, সাবেক পৌর মেয়র হাজী দিদার পাশা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুজা, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, যুগ্মসাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম এমদাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি খালেদ আল হোসাইন আরজু প্রমুখ।

sarkar furniture Ad
Green House Ad