বকশীগঞ্জে বিদ্যালয়ে বিদ্যালয়ে বই উৎসব

বকশীগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সারাদেশের ন্যায় বই উৎসব উদযাপিত হয়েছে। ১ জানুয়ারি দুপুর ১২টায় বকশীগঞ্জ পৌর শহরের এন এম উচ্চ বিদ্যালয় মাঠে বই উৎসবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম ।

বই উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম, ওসি (তদন্ত) তাহেরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুনা রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার, এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী, সহকারী প্রধান শিক্ষক অনুপ কুমার সেন, বকশীগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাবেরী সেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোশারফ হোসেন প্রমুুখ।

বই উৎসব উপলক্ষে উপজেলার মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক, এবতেদায়ি মাদরাসা এবং প্রাথমিক পর্যায়ের সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

বকশীগঞ্জ সরকারি উলফাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একযোগে থ্যাঙ্ক ইউ পিএম উচ্চারণ করে। তাদের সাথে অতিথি ও শিক্ষকরাও থ্যাঙ্ক ইউ পিএম উচ্চারণ করেন। ছবি : বাংলারচিঠি ডটকম

থ্যাঙ্ক ইউ পিএম উচ্চারণ :

বই উৎসব উপলক্ষে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ায় একযোগে থ্যাঙ্ক ইউ পিএম (ধন্যবাদ প্রধানমন্ত্রী) উচ্চারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়।

বকশীগঞ্জ সরকারি উলফাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থী একযোগে সমস্বরে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতাসরূপ থ্যাঙ্ক ইউ পিএম উচ্চারণ করে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, শিক্ষক সুশীল চন্দ্র বর্মনসহ অন্যান্য শিক্ষকরাও শিক্ষার্থীদের সঙ্গে থ্যাঙ্ক ইউ পিএম উচ্চারণ করেন।

উপজেলা মাধ্যমিক ও শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৯ শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক পযায়ে ১১ হাজারটি, প্রাথমিক পযায়ের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পযন্ত ২ লাখ ৩৩১টি, মাধ্যমিক পযায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৩ লাখ ৪৫ হাজার ৯৪৭টি বই বিতরণ করা হবে।