শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
শেরপুরের নকলা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে বই বিতরণ উৎসব উদযাপিত হয়েছে। ১ জানুয়ারি সকালে নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান।
বই বিতরণের সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, নকল পৌরসভার মেয়র হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌফিকুর রহমান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মজিবর রহমানসহ শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এ বছর উপজেলায় ২৫ হাজার শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ৫০ হাজার বই বিতরণ করা হয়।