নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার এম এ ছাত্তার

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এম এ ছাত্তার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এম এ ছাত্তার নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে এ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদকে সমর্থন জানিয়েছেন। ২৬ ডিসেম্বর রাতে বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ তাদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সাতজন। তাদের মধ্যে দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার কারণে হাইকোর্টের আদেশে জাতীয় ঐক্যফ্রন্টের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের প্রার্থিতা বাতিল হয়ে গেছে। ২৬ ডিসেম্বর জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় এ আসনে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় থেকে গেলেন পাঁচজন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, জাতীয় ঐক্যফ্রন্টের গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকের মো. সিরাজুল হক, বাংলাদেশ জাতীয় পার্টির কাঁঠাল প্রতীকের মো. জাহাঙ্গীর আলম, ন্যাপের কুঁড়েঘর প্রতীকের মো. সুরুজ্জামান ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আব্দুল মজিদ।

২৬ ডিসেম্বর রাতে বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী এম এ ছাত্তার উপস্থিত ছিলেন না। তার পক্ষে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ কে এম হামিদুল্লাহ তাদের প্রার্থী এম এ ছাত্তারের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি অবহিত করেন। এ সময় তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে ২৪ ডিসেম্বর জমা দেওয়া এম এ ছাত্তার স্বাক্ষরিত প্রার্থিতা প্রত্যাহারের লিখিত আবেদনের কপিও সাংবাদিকদের কাছে সরবরাহ করেন।

প্রার্থী এম এ ছাত্তার তার লিখিত আবেদনে বলেছেন, ‘জাতীয় পার্টি বাংলাদেশের রাজনৈতিক মহাজোটের একটি শরিক দল। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি আমাকে জামালপুর-১ আসন থেকে মনোনয়ন প্রদান করেছে। আমি মহাজোটের স্বার্থে স্বেচ্ছায় ও সজ্ঞানে উক্ত নির্বাচন হতে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

সংবাদ সম্মেলনে এম এ সাত্তারের প্রার্থিতা প্রত্যাহারপত্র পাঠ করেন বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ কে এম হামিদুল্লাহ। ছবি : বাংলারচিঠি ডটকম

উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ কে এম হামিদুল্লাহ সাংবাদিকদের জানান, জাতীয় পার্টির প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় উপজেলা জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা এবারের নির্বাচনে এ আসনের নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে মাঠে কাজ করে যাবে।

সংবাদ সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক আকরামুল হক, ধানুয়া কামালপুর ইউনিয়ন জাপা নেতা মুরাদ, গোলাম মোস্তফা, আব্দুুল কাদের ধুমালী, নিলক্ষিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লেবু, উপজেলা যুব সংহতির সভাপতি জিয়াউর রহমান, উপজেলা ছাত্রসমাজের সভাপতি খোকন আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ জাতীয় পার্টির প্রার্থী এম এ ছাত্তারের নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে মহাজোটের নৌকার প্রার্থীকে সমর্থন দেওয়ায় তাকে স্বাগতম জানিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি বাংলারচিঠি ডটকমকে বলেছেন, ‘আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক।’