জামালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠি ডটকম
যথাযোগ্য মর্যাদায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর জামালপুর জেলার সর্বত্র মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এভারেস্ট পর্বতমালা বিজয়ী বাংলাদেশের প্রথম নারী নিশাত মজুমদারের নেতৃত্বে ১৭ কিলোমিটার দীর্ঘ পদযাত্রারও আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল সাতটায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, জেলা প্রশাসক আহমেদ কবীর, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ জামালপুর জেলা শাখা, জামালপুর প্রেসক্লাব, জামালপুর জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন জামালপুর শহরের দয়াময়ী এলাকায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল আটটায় জামালপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত বিজয় দিবসের কুচকাওয়াজের অভিবাধন গ্রহণ করেন জেলা প্রশাসক আহমেদ কবীর ও পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন। পরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের অংশগ্রহণে আকর্ষণীয় শারীরিক কসরত ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মহান বিজয় দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি ও মণিমেলা খেলাঘর আসর আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এ ছাড়া ‘মুক্তিযুদ্ধ জাদুঘর এর সহায়তায় হাঁটি এক মাইল’ এ অদম্য পদযাত্রা কর্মসূচির আওতায় সকাল অটটায় জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ডিগ্রি হোস্টেলের সামনে থেকে দীর্ঘ ১৭ কিলোমিটার পদযাত্রার আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশী প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার।
- চিকিৎসাধীন সাংবাদিক লুৎফর রহমানকে দেখতে হাসপাতালে ধর্ম প্রতিমন্ত্রী
- একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- জামালপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এক বছর পূর্তি পালিত
- দেওয়ানগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ দুজন গ্রেপ্তার
- বকশীগঞ্জে জমি দখলের অভিযোগ ভুক্তভোগী পরিবারের
- ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ
- ইসলামপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ছাগল বিতরণ
- যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি বাইডেনের শপথ
- দুই মাস পর জনসম্মুখে এলেন জ্যাক মা
- ব্রিটেনের নতুন ধরনের করোনা অন্তত ৬০টি দেশে শনাক্ত
- পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ২০
- সাকিব-হাসানের বোলিং তোপে ১২২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
- সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে কোভিডকালে বিশ্বমন্দা এড়াতে পেরেছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
- কয়েক দশকের মধ্যে নতুন যুদ্ধ শুরু না করা প্রথম মার্কিন প্রেসিডেন্ট আমি : বিদায়ী ভাষণে ট্রাম্প
- দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করলে কঠোর ব্যবস্থা : ওবায়দুল কাদের