শফিউল আলম লাভলু
নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শেরপুর-২ নকলা-নালিতাবাড়ি আসনের সংসদ সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর পক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের মনোনয়ন ফরম কিনেছেন নকলা উপজেলা আওয়ামী লীগ।
২৬ নভেম্বর সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের কাছ থেকে মতিয়া চৌধুরীর পক্ষে স্থানীয় নেতাকর্মীরা এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।