নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার ৩৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠান ২৩ নভেম্বর দুপুরে জামালপুর স্টেশন রোডে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির জেলা শাখার সভাপতি আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. গোলাম মোস্তফা। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন। এ ছাড়াও অনুষ্ঠানে শেরপুরের বিশিষ্ট আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি।
সংগঠনটির জেলা শাখার নব-গঠিত কমিটির ৩৮ জন সদস্যের সর্বসম্মত সমর্থনে সভাপতি পদে সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে ফটো সাংবাদিক শাহাবুল আকন্দ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ ছাড়াও ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সহসভাপতি পদে জুলফিকার আলী, যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল ইসলাম তুফান, সাংগঠনিক সম্পাদক নিপুন জাকারিয়া, অর্থ-সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা, দপ্তর সম্পাদক এম এ কাশেম, সাহিত্য সম্পাদক রোকনুজ্জামান রোকন, প্রচার সম্পাদক এস এম হোসাইন আছাদ, কার্যনির্বাহী সদস্য এম এ গফুর, বিল্লাল হোসেন মন্ডল, রুহুল আমিন রাজু ও আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।