জামালপুরে টি-২০ ক্রিকেট লিগ শুরু

জামালপুর ক্রিকেট একাডেমি ইয়াং টাইগারস দল। ছবি : বাংলারচিঠি ডটকম

তৌহিদ শুভ
ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠি ডটকম

জামালপুর ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার দশ বছরের সাফল্য ও অর্জন উদযাপন উপলক্ষে ইন্টার একাডেমি টি-২০ ক্রিকেট লিগের আয়োজন করেছে জামালপুর ক্রিকেট একাডেমি।

জানা গেছে, লিগে অংশ নিচ্ছে পাঁচটি দল। দলগুলো হলো মেলান্দহ ক্রিকেট একাডেমি, জামালপুর ক্রিকেট একাডেমি, দেওয়ানগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট একাডেমি, সরিষাবাড়ী ক্রিকেট একাডেমি ও জামালপুর ক্রিকেট একাডেমি ইয়াং টাইগারস দল। এ লিগ অনুষ্ঠিত হচ্ছে জামালপুর জিলা স্কুল মাঠে।

২১ নভেম্বর উদ্বোধনী ম্যাচে দেওয়ানগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট একাডেমি দল ১৩ রানে ম্যাচ জিতেছে। প্রতিপক্ষ ছিল মেলান্দহ ক্রিকেট একাডেমি দল।

২২ নভেম্বর লিগের দ্বিতীয় ম্যাচে জামালপুর ক্রিকেট একাডেমি ইয়াং টাইগারস দল ৪৩ রানে পরাজিত করেছে দেওয়ানগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট একাডেমি দলকে।

দেওয়ানগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট একাডেমি দল। ছবি : বাংলারচিঠি ডটকম

টসে জিতে জামালপুর ক্রিকেট একাডেমি ইয়াং টাইগারস দলের অধিনায়ক আব্দুল মমিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারের খেলায় তারা ৬ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১২০ রান।

জবাবে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে দেওয়ানগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা একাডেমি দল সংগ্রহ করে ৭৭ রান।

এতে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে বিজয়ীদলের আব্দুল মমিন। খেলায় আম্পায়ের দায়িত্বে ছিলেন শাহেদ আলী ও সজিব।

সংক্ষিপ্ত স্কোর :
জামালপুর ক্রিকেট একাডেমি ইয়াং টাইগারস : ২০ ওভারে ১২০/৬ (মমিন ৫৬, রবি ১৭, সৌরব ২/২৭, আরাফাত ১/১৬)
দেওয়ানগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট একাডেমি : ১৭ ওভারে ৭৭/১০ (তামিম ১০, মমিন ৩/১৪, আসিফ ২/১৩)
ফলাফল : জামালপুর ক্রিকেট একাডেমি ইয়াং টাইগারস ৪৩ রানে জয়ী।