বকশীগঞ্জে পূজামণ্ডপে রাজনীতিবিদদের অনুদান

শাড়ি-লুঙ্গী বিতরণ করেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। গত তিনদিনে এলাকার রাজীনিতিবিদ ও জনপ্রতিনিধিরা এসব অনুদান বিতরণ করেন।

বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার প্রতিটি পূজামণ্ডপে ৫ হাজার করে নগদ অর্থ দেন। এ ছাড়াও সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু প্রতিটি পূজামণ্ডপে ৫ হাজার টাকা ও ১০০ শাড়ি-লুঙ্গী বিতরণ করেছেন। এ ছাড়াও বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ প্রতিটি বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার প্রতিটি পূজামণ্ডপে ৩ হাজার করে নগদ অর্থ বিতরণ করেছেন।

অপরদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষ থেকেও বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার মণ্ডপগুলোতে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

এবার বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৫টি মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে।