জামালপুরে আইসক্রিম মিলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর শহরের কাছারিপাড়া এলাকায় ৪ সেপ্টেম্বর সকালে অভিযান চালিয়ে পণ্যের মোড়কিকরণ যথাযথভাবে না করার অভিযোগে মদীনা আইসক্রিম মিলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আবদুল্লাহ আল রনী এ অভিযান চালান।

জানা গেছে, নির্বাহী হাকিম মো. আবদুল্লাহ আল রনী ৪ সেপ্টেম্বর সকালে জামালপুর শহরের কাছারিপাড়া এলাকার মদীনা আইসক্রিম মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় পণ্যের মোড়কিকরণ যথাযথভাবে না করার অভিযোগে মিলের মালিক হাসান সেলিমকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারার অপরাধের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়। হাসান সেলিম কাছারিপাড়া এলাকার চান মিয়ার ছেলে।

জামালপুর জেলা স্যানেটারি পরিদর্শক ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।

নির্বাহী হাকিম মো. আবদুল্লাহ আল রনী এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।