পালপাড়ায় জীবন বিপন্নকারী খাদ্য বিক্রির দায়ে এক মুদি দোকানিকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর শহরের পালপাড়া মোড়ে একটি মুদি দোকানে সেবাগ্রহীতার জীবন বিপন্নকারী খাদ্য সামগ্রী বিক্রির অভিযোগে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নাহিদা সুলতানা ২৬ আগস্ট দুপুরে এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, নির্বাহী হাকিম নাহিদা সুলতানা ২৬ আগস্ট দুপুরে জামালপুর শহরের পালপাড়া মোড়ে মুদি দোকান মেসার্স দেলোয়ার ট্রেডার্সে অভিযান চালান। এ সময় ওই দোকানে সেবাগ্রহীতার জীবন বিপন্নকারী খাদ্য সামগ্রী বিক্রির অভিযোগে দোকান মালিক মো. দেলোয়ার হোসেনকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জামালপুর জেলা স্যানেটারি পরিদর্শক ও সদর থানার একদল পুলিশ এ অভিযানে অংশ নেন।
নির্বাহী হাকিম নাহিদা সুলতানা এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।