সাহিদুর রহমান, ইসলামপুর ॥
জামালপুরের সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য মাহজাবিন খালেদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূলে পৌঁছে দেওয়ার লক্ষে ইসলামপুর উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন।
২ আগস্ট দুপুরে ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ গ্রামে সংসদ সদস্যের নিজ বাসভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
চরপুটিমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, নোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নবাব আলী ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, চরগোয়ালীনী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় উপজেলার পূর্বাঞ্চলের চার ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২, ইসলামপুর আসনে নৌকার দলীয় মনোনয়ন যেই নিয়ে আসবে তারই হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।