
মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর ॥
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও তাকে দ্রুত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর জেলা বিএনপি। ২০ জুলাই সকালে শহরের স্টেশন বাজার মোড়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখের বিএনপি নেতা শহীদুল হক খান দুলাল, লিয়াকত আলী, আনিছুর রহমান বিপ্লব, মাইন উদ্দিন বাবুল, সফিউর রহমান সফি, আইনজীবী ফোরাম নেতা আইনজীবী গোলাম নবী ও জিয়া পরিষদ নেতা অধ্যাপক নওশের আলী প্রমুখ।
বক্তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার সুযোগ না দেওয়া হলে তার মুক্তির দাবিতে দেশব্যাপী আগামীতে আরও কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন।
আরও পড়তে পারেন :
জামালপুরে দু’দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আনন্দ শোভাযাত্রা
সরিষাবাড়ীতে ট্রাক খাদে পড়ে ৩ শ্রমিক নিহত, আহত ৪