৩০ লাখ শহীদের স্মরণে বকশীগঞ্জেও চারা গাছ রোপণ

বকশীগঞ্জ প্রতিনিধি, জামালপুর ॥
মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে সারাদেশে ৩০ লাখ গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করা হয়েছে।
১৮ জুলাই সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয় মাঠে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু হাসান সিদ্দিক।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী, শিক্ষক অনুপ কুমার সেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবুসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার ৭০০ গাছের চারা রোপণ করা হবে।