জামালপুরে পৃথকস্থান থেকে আওয়ামী লীগ ও স্বচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৩ সেপ্টেম্বর, শনিবার দুপুর ৩টার দিকে গ্রেপ্তার দু’জনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম।
গ্রেপ্তার নেতাদ্বয় হলেন- মেলান্দহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম মমিন। তিনি চর বানিপাকুরিয়া এলাকার হযরত আলীর ছেলে। অন্যজন মেলান্দহ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সামিউল ইসলাম। তিনি মেলান্দহ পৌরসভার চাকদহ এলাকার আজিজুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর দুপুরে মেলান্দহ বাজারের হাসপাতালের সামনে থেকে মেলান্দহে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সামিউল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে একইদিন দুপুর ১২টার দিকে জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকা থেকে মেলান্দহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম মমিনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে গ্রেপ্তার দুই নেতাকে একই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। পরে আদালত উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, নাশকতা মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।