জামালপুরের ইসলামপুর উপজেলায় ভোল পাল্টে রাতারাতি বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী শওকত হাসান মিয়ার বিরুদ্ধে ৫ সেপ্টেম্বর, শুক্রবার বিকালে পাথর্শী ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় মুখশিমলা বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি মুখশিমলা বাজার প্রদক্ষিণ করে পার্থশী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সফিউল্লাহ বুলবুল, ছাত্রবিষয়ক সম্পাদক হাসমত মিয়া, পৌর ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক শাকিল আহমেদ বাবু, শ্রমিকদলের সাবেক সভাপতি আব্দুল আজিজ প্রধান, যুবদলের যুগ্মআহবায়ক মনির খান লোহানী, পাথর্শী ইউনিয়ন ছাত্রদলনেতা প্রিন্স বাবু প্রমখ।
ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম সম্রাট বলেন, বঙ্গলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শওকত হাসান মিয়া আকস্মিক ভোল পাল্টে ইসলামপুর আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী হয়ে পোস্টার লাগিয়ে এলাকায় অরাজকতার সৃষ্টি করেছেন। এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিক্ষুব্ধ অবস্থা বিরাজ করছে। শওকত হাসান মিয়া অবাঞ্ছিত ঘোষণা করা হল।এছাড়াও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা বিএনপির নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করছি।