জুলাই-আগস্টের ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে ১৮ জুলাই, শুক্রবার বিকালে জামালপুর শহরের শোক মিছিল করেছে জামালপুর জেলা বিএনপি।
১৮ জুলাই বিকালে জামালপুর পৌরসভার সামনে থেকে ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে শোক মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয় মিছিল।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে না। প্রতিটি গ্রামে, পাড়া-মহল্লায়, ওয়ার্ডে আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এই দেশের রাষ্ট্রক্ষমতা জোর করে দখলে করে ফ্যাসিবাদ কায়েম করেছিল। ভোটাধিকার নিশ্চিত করতে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির ধারাবাহিক আন্দোলন কর্মসূচির চূড়ান্ত রূপ ছিল গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যূত্থান। ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যূত্থানে শহীদদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্মসাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এই শোক মিছিলে অংশ নেন।