জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পরিবারের সদস্যদের হাতে নিগৃহীত অসুস্থ বৃদ্ধ ভিক্ষুক হেলাল উদ্দিনের চিকিৎসার দ্বায়িত্ব নিয়েছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।
ওই বৃদ্ধকে চিকিৎসা করাতে না পেরে রেলস্টেশনে ফেলে রেখে যায় তার পরিবারের সদস্যরা। হেলাল উদ্দিন উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া এলাকার মৃত জব্বার আলীর ছেলে। বর্তমানে তিনি সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি চর্মরোগে আক্রান্ত হন। এরপর হাত-পায়ে ঘা হয়ে বিভিন্ন জায়গায় পচন ধরে। পরিবারের লোকজন অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে গত এক সপ্তাহ আগে সরিষাবাড়ী রেলস্টেশনে ফেলে রেখে যান তাকে। অনাহারে ও চিকিৎসার অভাবে তার শরীর নিস্তেজ হতে থাকে।
এদিকে হেলাল উদ্দিন চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছেন, এমন একটি খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি স্থানীয় একজন নারী জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমকে জানান। এরপর ফরিদুল কবীর তালুকদার শামীম স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী পাঠিয়ে স্টেশন থেকে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করান। তাকে চিকিৎসার সকল ব্যয়ভারের দায়িত্ব নিয়েছেন ফরিদুল কবীর তালুকদার শামীম।
এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম সাংবাদিকদের বলেন, অপরিচিত একজন নারী বিষয়টি আমাকে ফোনে জানালে তাৎক্ষণিক আমি স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মাধ্যমে ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিতে বলেছি। চিকিৎসার অভাবে সরিষাবাড়ীতে কোন মানুষ মানবেতর জীবনযাপন করবে সেটা কখনোই হতে পারেনা। অসুস্থ ওই বৃদ্ধের চিকিৎসা করাতে যা যা করণীয় তা আমরা করবো।
সরিষাবাড়ী উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রনি সাহা এ প্রতিবেদককে বলেন, অসুস্থ ওই ব্যক্তির হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে পচে ঘা হয়ে গেছে। প্রাথমিকভাবে তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এখন তার উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন।